• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৯
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
ছবি : সংগৃহীত

যশোরের মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত একজন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক জাকির হোসেন (৪৫)।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে যশোর-চুকনগর সড়কের লাউড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, যশোরমুখী একটি ট্রাক লাউড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। আহত জাকির হোসেনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে, আহত জাকির হোসেন কেশবপুর উপজেলার মূলগ্রামের নুর ইসলামের ছেলে।

জাকির জানান, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। নিহত যুবক একজন কৃষি শ্রমিক। তার বাড়ি চুকনগরে। যাত্রী হিসেবে তিনি ওই শ্রমিককে নিয়ে যাচ্ছিলেন। তার নাম জানেন না বলে জানান জাকির।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম মেহেদী মাসুদ বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত
হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, ৪ শ্রমিক নিহত
অভিনেত্রীর গাড়ির চাপায় শ্রমিক নিহত
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত