মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী স্বর্ণা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় শ্রীনগর-দোহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে।
তিনি দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।
স্থানীয়রা জানান, আজ সকালে শ্রীনগর-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলো নিহত স্বর্ণা। পথে কামারগাও এলাকায় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী স্বর্ণা মোটরসাইকেল থেকে ছিটক পড়েন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই অজ্ঞাত যুবক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
মন্তব্য করুন