• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর

মুন্সীগঞ্জে প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৬
মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী স্বর্ণা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় শ্রীনগর-দোহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে।

তিনি দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।

স্থানীয়রা জানান, আজ সকালে শ্রীনগর-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলো নিহত স্বর্ণা। পথে কামারগাও এলাকায় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী স্বর্ণা মোটরসাইকেল থেকে ছিটক পড়েন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই অজ্ঞাত যুবক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৩৪ জনের
স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর
নভেম্বরে ডেঙ্গুতে প্রাণ গেল ১৭৩ জনের
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের