ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ , ০৪:০৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে আহত বড় ভাই মারা গেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করেন। নিহত মিজানুর উপজেলার বসিনটারি এলাকার খাইরুল ইসলাম দপ্তরির বড় ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী জানান, জমি ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টার দিকে মিজানুর ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে নিজের ফসলি খেতে সেচের পানি নেওয়ার জন্য নালা তৈরি করছিলেন। এ সময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে কোপ দেন। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

আদিতমারি থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |