• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৩
পুলিশ
ছবি : সংগৃহীত

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের কোপে আহত বড় ভাই মারা গেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাই মিজানুর রহমানকে (৬৫) ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) কোদাল দিয়ে আঘাত করেন। নিহত মিজানুর উপজেলার বসিনটারি এলাকার খাইরুল ইসলাম দপ্তরির বড় ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, জমি ও পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মিজানুর ও রবিউলের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টার দিকে মিজানুর ছোট ভাই রবিউল ইসলামের জমি দিয়ে নিজের ফসলি খেতে সেচের পানি নেওয়ার জন্য নালা তৈরি করছিলেন। এ সময় ছোট ভাই রবিউল নালা তৈরিতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই রবিউল বড় ভাই মিজানুরকে কোদাল দিয়ে কোপ দেন। এতে মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই দুপুর ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান।

আদিতমারি থানার ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতেই বসছে মেডিকেল বোর্ড
ওষুধ ছাড়াই তেলাপিয়া মাছের চামড়ায় পোড়া ক্ষতের চিকিৎসা
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন