মাদারীপুরে প্রকাশ্যে বালু ব্যবসায়ী হোসেন সরদারের দুই পা ভেঙে দেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী সাইফুল সরদারসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট এলাকার মৃত আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (২৬), আতাবুর সরদার (২৮) ও অলিল সরদার (৩০), কালকিনি উপজেলার দাদপুর গ্রামের সেকান্দার সরদারের ছেলে মানিক সরদার (২৫), সদর উপজেলার মহিষেরচর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার (২৬), চর খোয়াজপুর গ্রামের মান্নান সরদারের ছেলে তুরণ সরদার (৩৬) ও একই গ্রামের মৃত সালাম সরদারের ছেলে আপেল সরদার (১৯)।
এর আগে গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট বাজারে দোকান ঘরের ভীতর থেকে প্রতিপক্ষ সাইফুল সরদারের নেতৃত্বে হোসেন সরদারকে টেনে-হিঁচড়ে বের করে পিটিয়ে দুই পা ভেঙে দেয়। এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর ২ ফেব্রুয়ারি হোসেন সরদারের স্ত্রী সিউলী বেগম বাদী হয়ে সরদ থানায় ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, হোসেন সরদারের ওপরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মামলার পর থেকে সিসিফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তার চলছে। এখন পর্যন্ত এ মামলায় প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।