• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

দাগনভূঞায় মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৬
ছবি : আরটিভি

ফেনীর দাগনভূঞায়াতে মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আতাতুর্ক সরকারি হাইস্কুলের মিজান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের এমডি ও সিও কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্বা আকরাম হোসেন হুমায়ুন। ব্যাংকের পিআরও সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন চেয়ারম্যান, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কৃষি বিভাগের প্রধান সরফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকীসহ অনেকে। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে দাগনভুইয়া উপজেলার এক হাজার সাত শত কৃষককে কৃষি উপকরণ বিতরণ করেন। প্রায় ২২ লাখ টাকার সার, ১ হাজার ৭ শত কৃষকের পাশে থাকতে পেরে মার্কেন্টাইল ব্যাংক গর্বিত বলে বক্তারা দাবি করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা
ফেনীর মহিপাল বাস টার্মিনালের কাজ শুরু
ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে নৌবাহিনীর সহায়তা