ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : জসিম উদ্দিন

সোনাইমুড়ী-চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ০৭:০৮ পিএম


loading/img

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

বিজ্ঞাপন

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বর্ষপূর্তি উপলক্ষে নীলা জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা প্রয়োজন। কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করতে হবে। আমি শিক্ষাব্যবস্থায় ইন্ডাস্ট্রিজ সম্পর্কে আধুনিক জ্ঞান বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি। 

বিজ্ঞাপন

এ সময় তিনি নোয়াখালী-২ আসনে আলহাজ্ব মোরশেদ আলমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠান উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সৈয়দ মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |