ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

নিখোঁজের ১০ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ০৮:৩৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দশ দিন পর আরিফা আক্তার নামে ৮ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো. আহসান আলীর মেয়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত তিন ফেব্রুয়ারি বিকেলে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু আরিফা। এ নিয়ে শিশুটির পিতা আহসান আলী মেয়ের সন্ধান চেয়ে ওই দিনই ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিজ্ঞাপন

ভোলাহাট থানার ওসি সুমন কুমার মরহেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুর বস্তাবন্দী গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে কেউ হত্যা করে মরদেহ ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |