• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

মৌলভীবাজারে ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৬
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি : সংগৃহীত

মৌলভীবাজার রাজনগরের ময়নাবাজার এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মহাশস্ত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশাচালক রাজু মিয়া (২০) ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং নাঈম আহমদ ফাহিম (২০) নামের আরেকজন।

আহতরা হলেন দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) এবং আরও একজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের
পাইকগাছায় দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২