• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাসযাত্রীর ওপর বমি করে যেভাবে সব ছিনিয়ে নিতেন তারা

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭
গ্রেপ্তার দুইজন
ছবি : সংগৃহীত

রাজধানীতে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনায় সুমন আল হাসান (২৯) ও আবুল হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে তাদের ছিনতাইয়ের অভিনব কৌশল।

রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনের সড়ক থেকে গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তাররা চিহ্নিত ছিনতাইকারী। তারা দীর্ঘদিন ধরে বাসের ভেতর যাত্রীর ওপর বমি করে ‘বিশেষ কৌশলে’ টাকা ছিনতাই করে আসছিল। এর ফলে বেশ কিছু বাসের চালক ও হেলপার তাদেরকে চেনে। তারা এই ছিনতাইকারীদের সহযোগিতা করত এবং নিরাপদে বিভিন্ন স্থানে নামিয়ে দিত। এর বিনিময়ে তাদেরও নির্দিষ্ট একটি ভাগ দেয় এসব ছিনতাইকারীরা।

তিনি বলেন, তাদের গ্রুপে ৫ জন সদস্য রয়েছেন। তারা বিভিন্ন বাসে উঠে কৃত্রিম জটলা সৃষ্টি করেন। এরপর নির্দিষ্ট একজনকে টার্গেট করেন। প্রথমে কয়েকজন তাকে ঘিরে ধরেন। এরপর একজন তার উপর বমি করে দেন। এসময় ওই ব্যক্তি কিছুটা অস্বস্তি বোধ করলে বাকি দুইজন কৌশলে তার পকেট থেকে টাকা, মোবাইল হাতিয়ে নেন। এক্ষেত্রে কেউ যদি তাদের কাউকে দেখে ফেলে বা ধরে ফেলে, তখন বাকি সদস্যরা ওই ব্যক্তিকেই ছিনতাইকারী বলে মারধর করেন এবং পালিয়ে যান। আর কেউ ধরা খেলে বাকি সদস্যরা ছুরির ভয় দেখিয়ে পালিয়ে যান।

পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, শুক্রবার রাতে একই কায়দায় বাসে ওঠে ‘বমি পার্টির’ সদস্যরা। তাদের একজন এক যাত্রীর মাথায় বমি করে দেন। এরপর চক্রের বাকি সদস্যরা ওই ব্যক্তির পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় এক ছিনতাইকারীকে ধরে ফেলেন ভুক্তভোগী। এতে ভুক্তভোগীকেই মারধর শুরু করেন ছিনতাইকারীরা। এক পর্যায়ে অন্য যাত্রীরা এগিয়ে এলে চক্রের তিনজন পালিয়ে যান। আর সুমন ও আবুল ধরা পড়েন। তাদের কাছ থেকে ছিনতাই করা ২০ হাজার টাকা ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসযাত্রীর জুতায় মিলল কোটি টাকার স্বর্ণ   
রাজধানীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১৫
কথা-কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ