ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে ‘লাশের মিছিল’

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ , ০১:৩০ পিএম


loading/img
ছবি : আরটিভি

সীমান্তে হত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে প্রতীকী ‘লাশের মিছিল’ নামে এক ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।

বিজ্ঞাপন

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকাস্থ বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির নেতৃত্বে আখাউড়া উপজেলা চত্ত্বর থেকে সীমান্ত হত্যা বন্ধের দাবিতে এ প্রতীকী ‘লাশের মিছিল’ শুরু হয়। 

পরে আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘প্রতীকী লাশ’ ঘাড়ে নিয়ে মিছিল করেন তারা। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণশক্তি পার্টির সদস্য মো. নুরুল আজিম; সৌরভ হোসেন বেলালসহ অনেকেই। 

এর আগে হানিফ বাংলাদেশি এ ‘লাশের মিছিল’ কর্মসূচি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা অতিক্রম করেন। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে এ কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমার সীমান্ত আছে এমন সব জেলা ও উপজেলা প্রদক্ষিণ করে এ প্রতিবাদ জানাবেন হানিফ বাংলাদেশি। কর্মসূচিটি যশোরের বেনাপোল উপজেলায় গিয়ে শেষ হবে। 

বিজ্ঞাপন

প্রতীকী ‘লাশের মিছিল’ সম্পর্কে হানিফ বাংলাদেশি বলেন, বাংলাদেশের প্রতিবেশী দুটি দেশ ভারত ও মিয়ানমার সব সময় বাংলাদেশের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। কিছুদিন আগে একজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি করে হত্যা করেছে।

হানিফ বাংলাদেশি আরও বলেন, বাংলাদেশের জনগণ সব সময় প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। কিন্তু প্রতিবেশী দেশ দুটি বাংলাদেশের সঙ্গে বৈরী আচরণ করে। সীমান্তে বাংলাদেশিদের হত্যার পরে বলা হয় এরা গরু চোরাকারবারি। হতে পারে গরু চোরাকারবারির সঙ্গে যুক্ত, কিন্তু এদের আইনের আওতায় এনে বিচার করা হোক। গুলি করে হত্যা করবে কেন? ভারত ও মিয়ানমার যদি তাদের দেশের পাচারকারীদের দমন করে তাহলে বাংলাদেশের পাচারকারীরা এমনিতেই সব বন্ধ করে দিতে বাধ্য হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |