ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসী ‘পুইট্টা রাজু’কে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি

মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ০৯:১৯ পিএম


loading/img

ময়মনসিংহ নগরীর শীর্ষ সন্ত্রাসী রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজু’কে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজু’কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে কারা হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

তিনি জানান, রাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |