জয়পুরহাটে মোটরসাইকেল থেকে পড়ে ভূমি অফিসের নারী কর্মচারীর মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল থেকে পড়ে ভূমি অফিসের অফিস সহায়ক রেশমা খাতুনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলার ক্ষেতলাল উপজেলার পাকারমাথা-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রেশমা খাতুন জয়পুরহাট শহরের দেওয়ানপাড়া মহল্লার মৃত মিরাজ হোসেনের স্ত্রী। তিনি ক্ষেতলাল ভূমি অফিসের অফিস সহায়কের চাকরি করতেন।
ওসি আনোয়ার হোসেন জানান, জয়পুরহাট শহর থেকে রেশমা খাতুন কালাই উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কোরবান আলীর মোটরসাইকেলে করে ক্ষেতলাল অফিসে যাওয়ার পথে বটতলী হাটখোলায় অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে রেশমা খাতুন পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মন্তব্য করুন