ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে যা জানালেন জাপানের রাষ্ট্রদূত

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ , ০৭:৩০ পিএম


loading/img
ছবি : আরটিভি

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, গত বছর থেকে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের জন্য আলাদা ডেস্ক খুলেছে জাপান, দক্ষ শ্রমিকেরা জাপানি কারখানা সহ বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। এই দক্ষ শ্রমিকদের মধ্যে নার্সিং অন্যতম। তবে তার জন্য জাপানি ভাষাটা জরুরি। জাপান দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের জনগণ আদান-প্রদান কোন অবস্থাতেই ছাড়বে না।

বিজ্ঞাপন

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে নড়াইলে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ স্থাপনে এসে তিনি এসব কথা বলেন। 

এদিন রামপুরায় জাপানের ব্যবস্থাপনায় একটি নার্সিং কলেজ ও ২০ শয্যার হাসপাতালের ভিত্তি স্থাপন করেন রাষ্ট্রদূত। 

বিজ্ঞাপন

জানা গেছে, নতুন পরিকল্পনায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজে ৫তলা বিশিষ্ট দুটি ভবন নির্মিত হবে। এর একটিতে একাডেমী ভবনসহ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল অন্যটিতে শিক্ষার্থীদের আবাসিক ভবনসহ জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। জাপানি কারিগরিতে পরিচালিত এই কলেজ থেকে সরাসরি জাপানে নার্স নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাপানের ব্যবসায়ী মি. রায়সুকে হনজো, ড.সৈয়দ এমদাদুল হক, এডিএম লিংকন বিশ্বাস, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাঞ্চন প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |