রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বগাপাড়া ব্রিজের ওপর মিনিট্রাক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- শহরের এসপি অফিসের নিচের রাস্তার বাসিন্দা হানিফ মাঝির ছেলে আরিফ (২২) ও এরশাদ মিয়ার ছেলে সাব্বির (২২)। এ সময় আহত হয়েছে ১০ জন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে কনস্ট্রাকশন কাজে নিয়োজিত ১৪ থেকে ১৬ শ্রমিক ঢালাইয়ের কাজ শেষ করে রাঙ্গামাটি ফিরছিলেন। বগাপাড়া ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব সুত্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকদের বহনকারী একটি মিনিট্রাক বগাপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ২ জন ঘটনাস্থলে মারা যান। আহত বাকি ১০ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য করুন