অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর এলাকার পাঁচটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেয়া হয়েছে।
হাসপাতালগুলো হলো- পপুলার হাসপাতাল, মডার্ন হাসপাতাল, মুক্তি হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং মাতৃ ডায়াগনস্টিক সেন্টার।
মঙ্গলবার এসব হাসপাতাল বন্ধ করে সিলগালা করে দেয়া হয় বলে জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, এসব হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পর্যাপ্ত যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ান না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের সরবরাহ করা, রোগীর রোগ নির্ণয়ের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের খালি কাগজে আগে থেকেই চিকিৎসকের সই নিয়ে রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকাসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা বিদ্যমান ছিল। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এদিন অভিযান চালান হয়।
কে/সি