ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

কার্টনে মিলল নবজাতকের মরদেহ

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০১ মার্চ ২০২৪ , ১০:৩৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আজিজা হক মসিজদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহম্মেদ গণমাধ্যমকে জানান, রাতে কোনো একসময় কে বা কারা মসজিদের পাশে একটি কার্টনে নবজাতকের মরদেহ ফেলে রেখে যান। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। গর্ভপাতের পর মৃত অবস্থায় শিশুটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |