• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

মুকসুদপুরে ট্রাক-নসিমন সংঘর্ষ, নসিমনচালক নিহত

আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ১০:৫০
মুকসুদপুরে ট্রাক-নসিমন সংঘর্ষ, নসিমনচালক নিহত
ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-নসিমনের সংঘর্ষে এক নসিমনচালক নিহত হয়েছেন। তার নাম রিজাউল ফকির (৩০)।

মঙ্গলবার (৫ মার্চ) মুকসুদপুর উপজেলার নিশাতলা-বলনারায়ন রোডের শিমুলতলায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মোহাম্মাদ আশরাফুল আলম।

নিহত রিজাউল ফকির পার্শ্ববর্তী নগরকান্দা থানার গজারিয়া গ্রামের ইছা ফকিরের ছেলে।

ওসি মোহাম্মাদ আশরাফুল আলম জানান, খান্দারপাড়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নসিমনচালক রিজাউল ফকির নিহত হন। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে স্বামীর মরদেহ রেখে পালালেন স্ত্রী
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে
ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারলেন এসিল্যান্ড
গোপালগঞ্জে খাবার খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর হাসপাতালে ভর্তি