ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

হাসপাতালে গলায় ব্লেড চালিয়ে কৃষকের আত্মহত্যার চেষ্টা 

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪ , ০৯:৫৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মো. জামাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন কৃষক।

বিজ্ঞাপন

বুধবার (৬ মার্চ) রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরে এই ঘটনা ঘটে। লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা জামাল হোসেন।

স্বজনরা জানায়, জামাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পায়ের ইনফেকশন নিয়ে লংগদু উপজেলা সদর হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন দুপুরে হাসপাতালে তার স্ত্রী তার কাছ থেকে কাজের প্রয়োজনে দূরে যায়। এ সুযোগে গলায় ব্লেড দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে। এতে করে তার গলার শ্বাসনালী কেটে যায়। 

বিজ্ঞাপন

জামালের স্ত্রী জানান, গত রাতে তিনি চিকিৎসা খরচ চালাতে পারবে না বলে চিন্তা করছিলেন। আমি চিন্তা করতে বারণ করলেও তিনি দুপুরে আত্মহত্যার চেষ্টা করে। 

লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উদ্দীন জানান, তিনি কি কারণে এমন করেছেন সেটা কারোর জানা নেই। তবে পরিবার বলছে অর্থনৈতিক কারণে এমনটা হতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মো. শওকত আকবর জানান, আহত জামালের অবস্থা তেমন ভালো নয়, তাই তাকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |