• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সঞ্চয় ও গহনা বিক্রির অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন জাহানারা

রাজবাড়ী প্রতিনিধি

  ০৮ মার্চ ২০২৪, ২১:৩১
ছবি : আরটিভি

নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ জমিয়ে এবং নিজের শখের প্রায় ৭০ ভরি স্বর্ণের গহনা বিক্রির প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর জন্য মসজিদ ও মাদরাসা নির্মাণ করে নিজের স্বপ্ন পূরণ করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের দর্শনদিয়া গ্রামের মহীয়সী নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন।

শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের আগে মহরম আব্দুল জলিল বায়তুল নূর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। সাদা ধবধবে সুন্দর কারু শৈলীর মসজিদটি দেখার ও প্রথমদিন নামাজ পড়ার জন্য বিপুল সংখ্যক নামাজী উপস্থিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহানারা খাতুন বলেন, যখন থেকে আমি ব্যবসা শুরু করি তখন থেকে আমি নিয়ত করি একটি মসজিদ নির্মাণ করব। তখন থেকে তিল তিল করে সঞ্চয় করতে থাকি। আর আমার শখের জন্য প্রায় ৭০ ভরি স্বর্ণের গয়না জমিয়ে ছিলাম। সেই স্বর্ণগুলো বিক্রি করে ও আমার দুটি বাড়ি আছে সেখান থেকেও কিছু ভাড়া আসে, সেই বাড়ি দুটির দেড় বছরের ভাড়া দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছি। এছাড়াও আমার পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, এই মসজিদ ও মাদরাসা পরিচালনার জন্য এলাকাবাসী উপযুক্ত কমিটি করে নেবে। আর আমি সাধ্যমতো সহযোগিতা করে যাব।

আজকের জুমায় আগত মুসল্লিরা ওই নারীর জন্য দোয়া করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদ নির্মাণেও দুর্নীতি করেছে আ. লীগ: এমরান সালেহ প্রিন্স
মডেল মসজিদ নির্মাণ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গঠন
শিগগিরই বান্দরবানে মডেল মসজিদ নির্মাণ হবে: ধর্ম উপদেষ্টা
মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে: ধর্ম উপদেষ্টা