ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

টেকনাফে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন

টেকনাফ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭ , ১১:৫৯ এএম


loading/img

টেকনাফে ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।  

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মহেষখালীয়া পাড়া এলাকায় প্রধান সড়কের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ছাত্র মো. দেলোয়ার হোসেন (২০) টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবির ছাত্র।

বিজ্ঞাপন

জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেলোয়ারকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান 

উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকারিয়া জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বাম পাশে পেছনে গভীর ক্ষত রয়েছে। 

নিহতের ভাই তজিল আহমদ জানান, হামলার পর দেলোয়ার তাকে মোবাইল ফোনে জানায় ভাই আমি মারা যাচ্ছি। এ কথা শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, নিহতের মরদেহের  সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |