শরীয়তপুরে বিদ্যুৎপৃষ্টে সুমাইয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই এলাকার মানিক কাজী ও রুবিনা বেগম দম্পতির মেয়ে।
স্বজনরা জানান, সকাল ৯টার দিকে পরিবারের সবাই ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সুমাইয়া ঘরেই ছিল। কোনো এক মুহূর্তে ঘরে থাকা বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। পরে স্বজনরা অচেতন অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎপৃষ্টে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।