ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৬ মার্চ ২০২৪ , ১১:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মার্চ) মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার পলাশপুর মহিলা এতিমখানায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী, দুস্থ ও অসহায় ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

এ ছাড়াও স্থানীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মানবিক সহযোগিতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন।

এ বিষয়ে জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বাবস্থায় কাজ করে যাচ্ছে। সকল পরিস্থিতিতে বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |