• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২৪, ১১:৫১
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৫
ছবি : আরটিভি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

তিনি বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা গ্লোবাল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পথে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এ দিকে মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানিয়েছেন, ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী মারা যান। তাদের মধ্যে ৪ জন মহিলা ও ১ জন মাইক্রোবাসের চালক রয়েছেন। আহত ৪ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহত ৪ জন একই পরিবারের বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই স্থান দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা পরে যানচলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে স্বামীর মরদেহ রেখে পালালেন স্ত্রী
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে
ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারলেন এসিল্যান্ড
গোপালগঞ্জে খাবার খেয়ে দুই শতাধিক শিশু-কিশোর হাসপাতালে ভর্তি