• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চান্দের গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২৪, ২২:৪৭
ছবি : আরটিভি

খাগড়াছড়ির গুইমারা এলাকায় চান্দের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল মালেক মিলন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি খাগড়াছড়ি পৌরসভার মোহাম্মদপুর (শালবন) এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা উপজেলার জালিয়াপাড়া নামক এলাকায় চান্দের গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল মালেক মিলন মৃত্যুবরণ করে। মরদেহ বর্তমানে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়