ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শো-রুম উদ্বোধনে ফেনীতে তামিম

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ মার্চ ২০২৪ , ১১:৩৯ এএম


loading/img
ছবি : আরটিভি

টপটেন মার্ট লিমিটেড শো রুম উদ্বোধন করতে ফেনী আসলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তার সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ তারকা অলরাউন্ডার ফেনীর কৃতি সন্তান মোহাম্মদ সাইফুদ্দিন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে কাজী প্যালেসে শো রুমটির উদ্বোধন করেন তিনি। এ সময় তামিমকে একনজর দেখতে লোকে লোকারণ্য হয়ে উঠে পুরো সড়ক। 

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, দেশের অন্যতম ব্যস্ততম শহর ফেনী এই শহরে এমন একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধন করতে পেরে নিজেকে আনন্দিত ও গর্বিত মনে করছি। আমি সত্যিকার অর্থে এ ধরনের ব্র্যান্ডের জিন্স প্যান্ট, টি-শার্ট পছন্দ করি। আশা করি, তাদের এই প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে সফল হবে।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর ওপর দিয়ে যেতাম। কিন্তু কখনও ফেনীতে নামা হয়নি। ফেনীর উন্নয়ন দেখে আমি অভিভূত। ফেনী শহরে আসা হয়নি, দেখে খুব ভালো লাগছে। এখানে এসে খুব ভালো লাগছে। দেশের উন্নয়ন হচ্ছে, আমরা যদি এভাবে সকল জেলা শহরের উন্নয়ন করতে পারি তবে দেশ অনেক এগিয়ে যাবে।

ভক্তদের উদ্দেশ্যে তামিম বলেন, আমি দেখা করতে পারিনি এটা খারাপ লাগছে। তবে এটি আল্লাহর রহমত এত মানুষ আমাকে ভালোবাসে৷ কথা বলতে না পারলেও সাইফুদ্দিনের সঙ্গে আবার আসব। অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে কথা হবে, দেখা করে যাব। 

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, টপটেন লিমিটেডের পরিচালক সৈয়দ হোসেনসহ কর্মকর্তা কর্মচারীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |