• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৮ মার্চ ২০২৪, ২০:০৪
প্রতীকী ছবি

মাগুরা মহম্মদপুর উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ২৮ মার্চ) বিকেলে উপজেলার কানুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জামান মির্জার ছেলে তন্ময় মির্জা (২২) ও একই এলাকার চরপাড়া গ্রামের আফরান শেখের ছেলে ওমেদ শেখ (২০)।

তন্ময়ের স্বজনেরা জানায়, দুপুরের পর হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিয়ে বৃষ্টি শুরু হলে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করতে দেখা যায়। হঠাৎ বজ্রপাত হলে রাস্তায় থাকা যুবক মাদরাসাছাত্র তন্ময় নিহত হয়। তিনি মাদরাসার ছাত্র এবং কোরআনের হাফেজ।

অন্যদিকে একই এলাকার চরপাড়ার বাসিন্দা ওমেদ শেখ বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে একই এলাকার দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাগরে আরেকটি লঘুচাপ, যা জানাল আবহাওয়া অধিদপ্তর
বৃষ্টির বাগড়ায় আগেভাগেই প্রথম দিনের সমাপ্তি, হাঁফ ছেড়ে বাঁচলো উইন্ডিজও
শুরু হচ্ছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ-সিজন-২
আরশকে ‘নিমকহারাম’ উল্লেখ করে যা বললেন তানিয়া বৃষ্টি