বেসরকারি টেলিভিশন আরটিভিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির বিষয়ে খবর প্রচারের একদিন পরেই দিনাজপুরের হিলির সেমাই কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও সহকারী কর্মকর্তা লায়লা আক্তার।
শনিবার (৩০ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুটি সেমাই কারখানার মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা সেমাই কারখানা দুটি হলো, রিমা লাচ্ছা সেমাই এবং মারুফ আকাশ লাচ্ছা সেমাই। রিমা লাচ্ছা সেমাইয়ের মালিক আব্দুর রাজ্জাককে ৫০ হাজার এবং মারুফ আকাশের মালিক হাবিবুর রহমানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, হাকিমপুর উপজেলার খ্রটামাধবপাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অবৈধ সেমাই কারখানা তৈরি হয়েছে। সেখানে নোংরা পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় সেমাই তৈরিতে ব্যবহৃত নোংরা তেল, ডালডা নষ্ট করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।