• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৩
খুলনায় বজ্রপাতে গাভীসহ যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় গাভীর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ওবায়দুল্লাহ গাজী (২৭) নামের এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় একটি গবাদিপশুও মারা যায় বলে জানা গেছে।

রোববার (৭ এপ্রিল) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

ওবায়দুল্লাহ গাজী ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের কোমলপুর গ্রামের দেলোয়ার গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের পরিবার জানায়, সকাল ৯টার দিকে ঘের ব্যবসায়ী ওবায়দুল্লাহ গাজী বাড়ির গাভীর জন্য কানাইডাঙ্গা বিলে ঘাস কাটতে যান। বিলে থাকা অন্য ঘের ব্যবসায়ী আব্দুল গণির সঙ্গে ঘাস কাটতে থাকেন। এ সময় হঠাৎ আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে অন্ধকার নেমে আসে। এরপর দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি আব্দুল গণি সরদারের ঘেরের বাসায় একটি গবাদি পশুর সঙ্গে আশ্রয় নেন। এ সময় হঠাৎ ঘেরের বাসার ওপরে বজ্রপাত পড়লে গবাদিপশুসহ ওবায়দুল্লাহ গাজীর ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুর ইসলাম।

এছাড়াও ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে তুলে নিয়ে নির্যাতন, ঢাকায় নেয়ার পথে যুবকের মৃত্যু
হিলিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
সেতুর ওপর থেকে লাফিয়ে পড়ে যুবকের মৃত্যু
গরু চুরির অভিযোগ, মারধরের পর চুন মেশানো এসিড পানি খাওয়ানোয় যুবকের মৃত্যু