রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কাকনহাট পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে কাকনহাট পৌর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আশারফুন্নেসা পরীকে সভাপতি ও যুগ্ম আহ্বায়ক মর্জিনা খাতুনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সোমবার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা বেগম পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে গোদাগাড়ী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ এবং কাকনহাট পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মজিদ।
কে/এসজে