• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২৪, ১৯:৪২
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ের চারদিন পর মোহাম্মদ আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছেন।

নিহত মোহাম্মদ আলী খান ভাপারনপাড় গ্রামের মৃত হাশেম আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ আলী চারদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন। বাড়ির একটি গাছ কাটাকে কেন্দ্র করে মেজো ছেলে রফিকুলের সঙ্গে তার বিবাদ চলছিল।

শনিবার (২০ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

তিনি জানান, দ্বিতীয় বিয়ের ৪ দিন পর মোহাম্মদ আলী খান (৭৫) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের দুই ছেলে পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, তার দুই ছেলেই তাদের বাবাকে হত্যা করেছে। ঘাতকদের আটকের জন্য তথ্য প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা