বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
ভারতের ১৮তম লোকসভা সাধারণ নির্বাচনের কারণে দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভূটান) স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি এবং যাত্রী পারাপার তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৬টা পর্যন্ত তিনদিন বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে ভারতীয় যাত্রী গমন এবং বাংলাদেশ থেকে ভারতে জরুরি চিকিৎসা কাজে ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন। এ ছাড়া অন্য পাসপোর্টধারী যাত্রীদের পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে।
পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এবং বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যনেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা ড. প্রীতি গোয়াল স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, এ সময় ভারত থেকে কেউ বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে এবং বন্দর দিয়ে জরুরি পচনশীল খনিজ পণ্যবাহী গাড়ি ভালোভাবে চেক করার পরে অনুমতি সাপেক্ষে চলাচল করতে দেওয়া হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী জানান, বন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম ও যাত্রী পারাপার (মেডিকেল ছাড়া) বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ২৭ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে থেকে বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম ও দু’দেশের মধ্যে যাত্রী পারপার পূর্বের ন্যায় স্বাভাবিক হবে বলে স্থলবন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, ভারতের লোকসভা র্নিবাচনের কারণে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন দিয়ে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন দু’দেশের মধ্যে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রী নিজ দেশে চলে যাওয়া এবং বাংলাদেশ থেকে ভারতে জরুরি চিকিৎসা কাজে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার করতে পারবেন। এ ছাড়া ভ্রমণসহ সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের বন্দর দিয়ে যাতায়াত বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পূর্বের ন্যায় যাত্রী পারাপার শুরু হবে। ভারতে নির্বাচনের কারণে তিনদিন বন্ধে আমরা ইমিগ্রেশন ও বন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কাজ করে যাচ্ছি।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ভারতের দার্জিলিংসহ ওই অঞ্চলে লোকসভার সাধারণ নির্বাচনের কারণে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে একটি চিঠি গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) পেয়েছি। তবে আগামী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে পূর্বের ন্যায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন