তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। টানা চার সপ্তাহের বেশি সময় ধরে যশোর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
তীব্র তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির সঙ্গে আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়। ছুটি শেষে রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়।
এদিন শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে। তবে তীব্র তাপপ্রবাহে থেমে থাকেননি শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন। শহর ও শহরতলীতে মাঠে ধান কাটা ও বহনে ব্যস্ততা যাচ্ছে এসব শ্রমজীবী মানুষদের। এ ছাড়াও ঘরের বাইরে তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে আসছেন জেলা সদর হাসপাতালে।
যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন