দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু
কুমিল্লার দাউদকান্দিতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে প্রধান অতিথি হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজি, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মহিউদ্দিন সিকদার এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বাররা।উদ্বোধন এবং কার্ড বিতরণ শেষে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, এটিও সরকারের একটি অতিগুরুত্বপূর্ণ কাজ। এটির মাধ্যমে জনগণ অনেকগুলো সেবা নিতে পারবেন। তাই এই স্মার্ট কার্ডটি যত্নসহকারে সংরক্ষণ করবেন।
মন্তব্য করুন