• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ২৯ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২৪, ১২:৫০
খাগড়াছড়িতে আগুনে পুড়ল ২০ দোকান
ছবি : আরটিভি

খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় জাফর তালুকদারের মার্কেটে মধ্যরাতে আগুন লেগে ২৯টি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তালুকদার মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যেই এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে আগুন।

খবর পেয়ে রেড ক্রিসেন্টের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভয়াবহ এ আগুনে মার্কেটের কুলিং কর্নার, পার্টসের শো রুম, ওয়ার্কসপসহ ২৯টি দোকান পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এর সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে আগুনে পুড়ল মবিল কারখানা
দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, সড়ক অবরোধের ডাক
সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ২ 
পাহাড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে: পার্বত্য উপদেষ্টা