• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৩ মে ২০২৪, ১৯:১০
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
ছবি : আরটিভি

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুর রহমান নিহত হয়েছে।

শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার কাটদহ রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত সাহিদুর রহমান নড়াইল জেলার মৃত আবুল হাসেম ভূঁইয়ার ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এসআই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডিউটি শেষ করে মোটরসাইকেলে করে মাজিহাট পুলিশ ক্যাম্পে ফেরার পথে কাটদহ রেলগেটে খুলনাগামী মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যান। মালবাহী ট্রেনটি মোটরসাইকেলসহ সাহিদুর রহমানকে প্রায় ১ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রেলগেটে সতর্কতামূলক কোনো ব্যবস্থা ছিল কি না, না কারও গাফিলতি ছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ড ভ্যানের চাপায় পথচারীসহ নিহত ২
কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর কারাগারে
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
জেলের জালে ধরা পড়ল কুমির, অতঃপর...