ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

‘বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে’

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১০:০০ পিএম


loading/img
ছবি : আরটিভি

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। 

ডা. দীপু মনি বলেন, বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে কাজকর্মে যেতে হয়। তখন তারা নিঃসঙ্গতা অনুভব করেন, বিষণ্নতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে যেকোনো সঙ্গ প্রয়োজন হয়। তারাও প্রয়োজন অনুভব করেন। 

বিজ্ঞাপন

এর আগে বৃদ্ধাশ্রমটি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. জান্নাত আরা হেনরী এমপির সভাপতিত্বে আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, কাজিপুর আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ অন্যারা বক্তব্য রাখেন। 

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর ব্যক্তি উদ্যোগে ৬ একর জায়গায় দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জন প্রবীণ মানুষ বসবাস করতে পারবেন। এই ভবনে বিনোদনসহ আছে নানা সুবিধা। সামনে সৌন্দর্য্য বর্ধন, পুকুরসহ আছে পার্ক সুবিধাও।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |