• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ভাই গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ১৩:১৯
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ বাজার এলাকা থেকে ‘কালীগঞ্জ-আদিতমারী’ আসনের সাবেক এমপি ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এর আগে, রোববার (২৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ভুট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ওই মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহারনামীয় আসামি।

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এফআই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না: এসি নজরুল ইসলাম
সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে
রাজধানীর যেসব সড়ক আজ বন্ধ থাকবে
এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি