ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

লংগদুতে টিসিবির পণ্য রাখার দায়ে ২ দোকানে তালা

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১১:৩৬ পিএম


loading/img
ছবি : আরটিভি

সরকারের দেওয়া কার্ডধারী টিসিবি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে বাজারের দোকানে রাখার দায়ে দুই দোকানে তালা ঝুলিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ মে) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনী বাজার লঞ্চঘাটে ইঞ্জিনচালিত নৌকা ভর্তি করে টিসিবির পণ্য নিয়ে এসে বাজারে সুলতান স্টোর ও ইউছুফ স্টোরের গোডাউনে রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মাইনী বাজারে এসে ৯৯ বস্তা চাল জব্দ করে। এ সময় সুলতান স্টোর থেকে ১৯ বস্তা ডাল, ৭ বস্তা চিনি এবং ২২ বস্তা চাল জব্দ করা হয়। পার্শ্ববর্তী দোকান ইউছুফ স্টোর থেকে ২০ বস্তা চাল জব্দ করে। পরে দুই দোকানে তালা ঝুলিয়ে দেয় উপজেলা নির্বাহী অফিসার। এ ছাড়া অবশিষ্ট মালামাল ভাসান্যাদম ইউনিয়নে বিতরণের জন্য পুনরায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

বাজার কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল বলেন, খবর পেয়ে প্রশাসনের উপস্থিতিতে মালামাল বের করে যেখানে বিতরণ করার কথা ওই স্থানে প্রেরণ করা হয়। এ সময় দুই দোকানে বাজার কমিটির সম্মতিতে তালা ঝুলানো হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, টিসিবি পণ্য বাজারে ওঠার কথা না। গোপন তথ্যের ভিত্তিতে দুই দোকান থেকে মালামাল জব্দ করা হয় এবং দুই দোকান তালাবদ্ধ করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মালামাল বিক্রির বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবগত করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |