মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭)।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান।
তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। কোথাও না পেয়ে ওই স্কুলের পুকুরে তাদের খোঁজা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম।
তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন