বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক খাদে, নিহত ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মো. সাজ্জাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সফিকুল ইসলাম (২৫) নামে আরও একজন।
বুধবার (৮ মে) চট্টগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক বাঘাইছড়ি উপজেলা সদরে আসার পথে সকাল ৯টায় মারিশ্যা - দিঘীনালা সড়কের ৯ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক, হেলপারসহ দুজন আহত হয়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গাড়ির হেলপার মো. সাজ্জাদ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি উপজেলার রাবারবাগান এলাকার মৃত আজাদ উদ্দিনের ছেলে। এ ছাড়া অপর আহত হেলপার সফিকুল ইসলাম (২৫) দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর গ্রামের মো. সাদিরের ছেলে বলে পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। গাড়ির চালক পলাতক রয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন