বিশ্বকবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে রবীন্দ্রনাথকে স্মরণ
বিশ্বকবির পদস্পর্শে যে গ্রাম বিশেষ মর্যাদা ও পরিচিতি পেয়েছে, কুষ্টিয়ার সেই শিলাইদহ কুঠিবাড়িতে নানা অনুষ্ঠানমালায় রবীন্দ্রনাথকে স্মরণ করা হচ্ছে। কবির ১৬৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কুঠিবাড়ির মঞ্চে আলোচনায় সভায় দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ। জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে আলোচনায় বিশ্বকবির জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা করেন রবীন্দ্র গবেষক সারোয়ার মুর্শেদ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
১৮৯১ সালে জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে আসেন রবীন্দ্রনাথ। পরবর্তীতে ছায়াশিতল পরিবেশে সাহিত্য কর্ম আর জমিদারি পরিচালনার জন্য বার বার কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর।
এখানে বসে রচিত নোবেল জয়ী গীতাঞ্জলী ছাড়াও জাতীয় সঙ্গীতসহ অসংখ্য কালজয়ী কাব্য তাকে বিশ্বকবিতে পরিণত করেছে।
আলোচনা শেষে বিকেলে সঙ্গীতানুষ্ঠান, নাটক প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভার মধ্য দিয়ে দুদিনের এ অনুষ্ঠানমালা শেষ হবে।
মন্তব্য করুন