• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সরাইলে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ মে ২০২৪, ১৫:২১
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দুই পোলিং এজেন্টসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদেরকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ।

তিনি জানান, অবৈধভাবে গোপনকক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় কাপ-পিরিচ প্রতীকের এজেন্ট শাকির মিয়া (৩৯) নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই কেন্দ্রে তালা প্রতীকের পোলিং এজেন্ট মো. হৃদয় মিয়াকে (২৮) ভোটারদের ভোট দেওয়ার জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১-চ ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।

এছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় মো. রাকিব হোসেন (২৪) নামের একজনকে দণ্ডবিধির ১৭১-চ ধারায় ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিটিবিকে কর্তৃত্ববাদের দোসরমুক্ত করে ঢেলে সাজাতে হবে: টিআইবি
ডোনাল্ড ট্রাম্পকে সাজা দিলো আদালত
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের সাজা
উল্লাপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার