ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মান্দায় ভুট্টাখেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০২:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁর মান্দা উপজেলার কাঞ্চন স্লুইস গেট এলাকার একটি ভুট্টাখেত থেকে আলেপ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলেপ উপজেলার শ্রীরামপুর গ্রামের শমসের আলীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে ভুট্টাখেতের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |