ধামরাইয়ে হেলে পড়েছে চার তলা ভবন

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১২ মে ২০২৪ , ১১:৪২ এএম


ধামরাইয়ে হেলে পড়েছে চার তলা ভবন
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে একটি চার তলা ভবন অপর একটি ছয় তলা ভবনের ওপরে হেলে পড়েছে। এ ঘটনায় চার তলা ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিলে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) বিকেলে ধানসিঁড়ি মহল্লায় একটি চার তলা ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়ার দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের। 

হেলে পড়া ভবনের মালিকের নাম জিয়াউর রহমান সিকদার ও পাশের ছয় তলা ভবন মালিকের নাম শামসুল হক বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস। তারা ধামরাইয়ের ধানসিঁড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বিকেলে ধামরাই পৌরসভার ঢুলিভিটা সংলগ্ন ধানসিঁড়ি এলাকায় জিয়াউর রহমান শিকদারের ৪ তলা ভবনটি পাশের ৬ তলা ভবনের উপর হেলে পড়ার দৃশ্য স্থানীয়দের চোখে পরে। পরে বাড়ির মালিকসহ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চার তলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন।

এ ব্যাপারে ৬ তলা ভবনের মালিক শামসুল হক বলেন, বিকেল হঠাৎ শুনতে পাই আমার বিল্ডিংয়ের ওপর পাশের চার তলা বিল্ডিং হেলে পড়েছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে ওই চারতলা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও পরে আমার ভবনটিও ঝুকিপূর্ণ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিট্রেট।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একটা ৪ তলা বিল্ডিং পাশের ছয়তলা বিল্ডিংয়ের সাপোর্ট হয়ে আছে। প্রাথমিকভাবে পাশের ৬ তলা ভবনটি ঝুঁকিমুক্ত থাকলেও হেলে পড়া ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা দিলে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বসবাসরত সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ গণমাধ্যমকে বলেন, ভবন হেলে পড়ার ঘটনায় বসবাসরত সকলকে নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission