• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ১৩ মে ২০২৪, ১৩:৪৩
ঠাকুরগাঁওয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও‌য়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পু‌লিশ প‌রিদর্শকের মৃত্যু হ‌য়ে‌ছে। তার নাম মির্জা জাফরুল ইসলাম (৫১)।

রোববার (১২ মে) রাত ৯টায় ঠাকুরগাঁও জেনা‌রেল হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জাফরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছে‌লে।

জানা যায়, তি‌নি সদ‌্য নীলফামা‌রী থে‌কে বদ‌লি হ‌য়ে ঢাকা উত্তরার আবদুল্লাপ‌ু‌রে ১১ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পু‌লিশ প‌রিদর্শক হি‌সে‌বে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চি‌কিৎসা কর্মকর্তা র‌কিবুল আলম চয়ন।

তিনি ব‌লেন, রোববার বিকেল ৩টায় জাফরুল ইসলাম ব‌মি ও ডায়‌রিয়া নিয়ে হাসপ‌াতা‌লে ভ‌র্তি হন। এক‌টি স‌্যালাইন দেওয়‌ার পর তি‌নি সুস্থ‌ অনুভব ক‌রেন। একপর্যা‌য়ে বা‌ড়িও চ‌লে যে‌তে চান। ত‌বে রাত ৯টার দি‌কে হঠাৎ ক‌রে আবার ব‌মি শুরু হয়। এর ১০ মি‌নিটের ম‌ধ্যে তি‌নি মৃত্যুবরণ ক‌রেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার আশরাফুল আলম ব‌লেন, তার জানাজার সময় এখনও নির্ধারণ হয়‌নি। ত‌বে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে সোমবার বিকালে তা‌কে দাফন করা হ‌বে বলে শুনেছি। তার দুই ছেল, এক মেয়ে ও স্ত্রী ঠাকুরগাঁও শহ‌রের আশ্রমপাড়ায় ভাড়া বাসায় থাকেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একযোগে ৪১ পুলিশ কর্মকর্তাকে বদলি
নিখোঁজের ৫ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
সাবেক ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ১ মাসে শেষ করার নির্দেশ
ঠাকুরগাঁওয়ে কৃষকের বাজার