ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ১০:১৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনে চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৪-৫ জন যাত্রী আহত হয়েছে। তাৎক্ষণিক ট্রেনের চালকসহ যাত্রীরা নেমে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সোয়া ৭টায় শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। শ্রীপুর রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাইদুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেলস্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। পরে ট্রেনের চালকসহ যাত্রীরা নেমে আগুন নিয়ন্ত্রণে আনে। রেললাইনে অতিরিক্ত হিটে রেল ইঞ্জিনে আগুন ধরে যায়। রেলস্টেশনের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো হয়।

বিজ্ঞাপন

শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার রাকিব মিয়া বলেন, ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট শ্রীপুর রেলস্টেশনে পৌঁছায়। 

তিনি জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই রেল কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলেছে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন, রেললাইনে অতিরিক্ত হিটের কারণে রেল ইঞ্জিনে আগুন ধরে যায়।

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনর প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, শ্রীপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো আমাকে কেউ অবগত করেনি। তবে আমি খোঁজ নিচ্ছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |