ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ১১:৩২ পিএম


loading/img
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. মামুন মিয়া (২৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) বিকেলের দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া সোনামুড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি আসছে দেখে বাড়ির পাশের জমিতে থাকা গরু আনতে যান মামুন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ‘উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামুন নামে এক দিনমজুর।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |