• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ২৩:৩২
গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. মামুন মিয়া (২৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ মে) বিকেলের দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া সোনামুড়া গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টি আসছে দেখে বাড়ির পাশের জমিতে থাকা গরু আনতে যান মামুন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, ‘উপজেলায় হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মামুন নামে এক দিনমজুর।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে দেখতে গিয়ে ছুরিকাঘাতে দিনমজুর নিহত
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু
পাইকগাছায় বজ্রপাতে নিহত ১