• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ মে ২০২৪, ১৩:০৯
নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
ছবি : সংগৃহীত

আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন নরসিংদীর আমিরগঞ্জে বিকল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (২১ মে) আমিরগঞ্জ ব্রিজের কাছে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা জানান, পুরাতন ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে তিতাস কমিউটার ট্রেনটি। ঢাকাগামী এ ট্রেনটি আখাউড়া থেকে ৫টা ১০ মিনিটে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটারের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারও যাত্রী এ সময় গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলস্টেশন মাস্টার মুসা মিয়া।

তিনি জানান, ‘ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন-সংলগ্ন ব্রিজের নিকট আসলে ইঞ্জিল বিকল হয়ে যায়। পরে খানা বাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছে। এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঢাকায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল 
পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর
রেলপথ ছাড়লেন অস্থায়ী শ্রমিকরা, ট্রেন চলাচল শুরু