ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ০১:০৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন নরসিংদীর আমিরগঞ্জে বিকল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) আমিরগঞ্জ ব্রিজের কাছে সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। 

ক্ষোভ প্রকাশ করে যাত্রীরা জানান, পুরাতন ইঞ্জিন দিয়ে ঢাকা-নরসিংদী-আখাউড়া রেলপথে চলাচল করছে তিতাস কমিউটার ট্রেনটি। ঢাকাগামী এ ট্রেনটি আখাউড়া থেকে ৫টা ১০ মিনিটে ছেড়ে নরসিংদীর আমিরগঞ্জ ব্রিজের কাছে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। ঢাকা অভিমুখী চাকরিজীবী তিতাস কমিউটারের নিয়মিত যাত্রীসহ ট্রেনের হাজারও যাত্রী এ সময় গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলস্টেশন মাস্টার মুসা মিয়া।

তিনি জানান, ‘ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি আমিরগঞ্জ স্টেশন-সংলগ্ন ব্রিজের নিকট আসলে ইঞ্জিল বিকল হয়ে যায়। পরে খানা বাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন এনে রাখা হয়েছে। এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঢাকায় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |