ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

গলায় ফাঁস দিয়ে রুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা 

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৫ মে ২০২৪ , ০৫:৪২ পিএম


loading/img
সৌভিক মল্লিক। ছবি : সংগৃহীত

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

বিজ্ঞাপন

শনিবার (২৫ মে) বিকাল ৩টার দিকে সাধুর মোড়ের ভাড়া বাসায় আত্মহত্যার এ ঘটনা ঘটে। 

মৃত ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি সিএসই বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

বিজ্ঞাপন

সৌভিক মাগুরা জেলার রামকান্তপুর এলাকার সমির কুমার মল্লিকের ছেলে। 

পুলিশ জানায়, শিক্ষার্থী সমির কুমার মল্লিক সাধুর মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। বিকাল ৩টার দিকে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তবে কী কারণে সৌভক আত্মহত্যা করেছেন, সেটি জানাতে পারেনি পুলিশ। 

বিজ্ঞাপন

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মৃতের পরিবারের স্বজনদের  খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |