ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ মে ২০২৪ , ১০:২৮ এএম


loading/img
ছবি : আরটিভি

ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। এ সময় জোয়ারের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. মান্না (১২)। নিহত মান্না ওই ওয়ার্ডের মোক্তার বাড়ির নবির উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ মে) আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কেফায়েত হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় মান্নার পরিবার নামার বাজার কেল্লায় আশ্রয় নিয়েছিলেন। সকাল ১০টার দিকে সেখান থেকে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন মান্না। এ সময় রাস্তা পার হতে গিয়ে হঠাৎ রাস্তার গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে সড়কের গর্তে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।’

এ বিষয়ে নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন বলেন, আশ্রয়কেন্দ্র থেকে ফেরার পথে জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি। 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা বলেন, ‘আমি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তার পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |